ফারুক মাষ্টার,তিতাস, কুমিল্লা।।
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী কান্দাপাড়ায় গভীর রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত প্রায় ২টার সময় মোঃ মোশারফ হোসেন ও নবীর হোসেনের ঘরে হানা দেয় ডাকাতদল। ঘরে প্রবেশ করেই সবাইকে বেধে ফেলে ও মারধর করে ঘরের স্বর্ন অলংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তারা সর্বাত্মক চেষ্টা করছে।