ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক।

তিনি তাঁর বক্তৃতায় বলেন,
ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। পরিবেশ পরিচ্ছন্ন রেখে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। শুধু চিকিৎসা নয়—প্রতিরোধই সংশ্লিষ্ট বিপর্যয় থেকে আমাদের রক্ষা করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন । মাঠ পর্যায়ে এই ক্যাম্পেইন এর সুফল পৌছে দিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে জোর দেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে ডেঙ্গুর প্রতিকার, প্রতিরোধ ও রোগের লক্ষণসমূহ নিয়ে তথ্যবহুল একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সিনিয়র লেকচারার ড. এনামুল হক। তিনি এ সময় দ্রুত রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও ঘরে-ঘরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মাসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত তার সংক্ষিপ্ত বক্তব্যে সর্বসাধারণকে সহজে বুঝানোর কৌশল এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে ভীত না হয়ে তাৎক্ষণিকভাবে করণীয়-এর উপর আলোকপাত করেন।

  1. উক্ত অনুষ্ঠানে সকল অনুষদের ডিনবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীসহ সকল বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্ব-টি সঞ্চালনা করেন বিবিএ বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রশিদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের নিয়ে ‘ক্যাম্পাস ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ -এ অংশগ্রহণ করেন। সেখানে তিনি সংশ্লিষ্ট সবাইকে সময় নষ্ট না করে এই অভিযান নিজ নিজ বাড়ি থেকে শুরু করা ও সমাজে সবার মাঝে ছড়িয়ে দেবার উপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি তিনি নিকট ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলেজ-ভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনার কথা জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ