
শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংকিং দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড আউটলেট শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড আউটলেট আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ.সি.বি) পিএলসি কটিয়াদী শাখার ব্যবস্থাপক এস.এম. অলি আহাদ।
এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ.সি.বি) এজেন্ট ব্যাংকিং দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড আউটলেট এর এজেন্ট রিমন ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মো. লিয়াকত আলী খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ এজেন্ট ব্যাংকিং এর অফিসার মো. ফেরদৌস আলম রাসেল, কিশোরগঞ্জ সদর এজেন্ট ব্যাংকিং এর রিলেশনশিপ অফিসার সুমন বসার, ডুমরাকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদ ভূইয়া, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক মো. লোকমান হোসাইন, মো. আলী সোহেল, মুছাম্মৎ রোকেয়া আক্তার, শাহীন সুলতানা, মোছা. নিলুফা আক্তার নীলা, মো. আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মেজবাহুল হক খোকা, কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া ও সহ-সভাপতি এমাদ সরদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকবৃন্দ।