দাগনভূঞায় বেসরকারি হাসপাতালের মান যাচাইয়ে স্বাস্থ্য বিভাগের তদারকি

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা ও মান নিশ্চিতে দুটি প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। দাগনভূঞা ডায়াবেটিক সমিতি ও ভূঁইয়া ক্লিনিকে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল চিকিৎসা সেবার গুণগত মান ও প্রশাসনিক স্বচ্ছতা যাচাই করা।

​ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনায় এই পরিদর্শক দলের নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এমটি ল্যাব মোয়াজ্জেম হোসেন। পরিদর্শক দলটি স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটির ভৌত অবকাঠামো ও সেবার মান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন।

​পরিদর্শনের সময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধতা নিশ্চিতকারী নথিপত্র বিশেষ গুরুত্ব পায়। এর মধ্যে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিস লাইসেন্স এবং এক্স-রে ও ইমেজিং মেশিনের ক্ষেত্রে আণবিক শক্তি কমিশনের লাইসেন্স হালনাগাদ আছে কি না তা খতিয়ে দেখা হয়। একইসঙ্গে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি ও তার সঠিক প্রয়োগ হচ্ছে কি না, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়।

​চিকিৎসা সেবার মানের ক্ষেত্রে ল্যাবের পরিবেশ ও সক্ষমতা যাচাইকে অগ্রাধিকার দেন কর্মকর্তারা। ল্যাবের রিএজেন্টের গুণগত মান, যন্ত্রপাতির কার্যকারিতা এবং সামগ্রিক জীবাণুমুক্ত পরিবেশ বজায় থাকছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে রুম ও ল্যাব কক্ষের পরিবেশ পরিদর্শন করা হয়। রোগীদের হয়রানি রোধে সরকার নির্ধারিত পরীক্ষার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো আছে কি না এবং হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, স্টাফ নার্স ও টেকনোলজিস্টদের পেশাগত সনদ ও নথিপত্র যাচাই-বাছাই করা হয়।

​উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দাগনভূঞার সাধারণ জনগণ যেন প্রতারিত না হয় এবং সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতেই এই নিয়মিত তদারকি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধ ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ