দাগনভূঞায় ফার্মেসিতে অভিযান: ওষুধ জব্দ, জরিমানা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা ও বেকের বাজারের বিভিন্ন ফার্মেসিতে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে ওষুধ বিপণনে ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে। অনুমোদনবিহীন বিদেশি ওষুধ মজুদ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে চারটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় জব্দকৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

​ওষুধ প্রশাসন অধিদপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানে ফার্মেসিগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন অনিয়ম অবাধে চলছে। একাধিক দোকানে বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা হয়েছিল অনুমোদনহীন বিদেশি ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’, যা আইনত বিক্রয় নিষিদ্ধ। এমনকি বেশ কিছু প্রতিষ্ঠানের ওষুধের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় হালনাগাদ ড্রাগ লাইসেন্সও ছিল না। এ সময় ফার্মেসিগুলোর অব্যবস্থাপনা ও আইনের প্রতি উদাসীনতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

​অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্ট সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ওষুধের মান নিয়ন্ত্রণে এই তদারকি চালানো হয়। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অভিযুক্ত চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও মানহীন ওষুধগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে, যাতে এগুলো পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে।

​অভিযানে প্রসিকিউশন ও সার্বিক সহায়তা প্রদান করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক এবং দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এবং নিরাপদ ওষুধ নিশ্চিতকরণে এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ