
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা ও ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার (১৬ নভেম্বর, ২০২৫) মতিগঞ্জের ৭ নং ওয়ার্ডের জিৎপুরে আমির হোসেনের বাড়িতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম.আল আমিন।
”শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের কার্যক্রমের অংশ।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশুর যথাযথ বিকাশ, শিশু অধিকার এবং শিশুর বিকাশে পরিবারের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।