দাগনভূঞায় মুসলিম এইডের তারুণ্যের উৎসব ও গ্রাহক সেবা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞায় ‘তারুণ্যের উৎসব’ পালন উপলক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদযাপন করেছে মুসলিম এইড বাংলাদেশ। ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, স্থানীয় সিলোনীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​সংস্থাটির রিজিওনাল ম্যানেজার একরামুল হকের সভাপতিত্বে এবং দাগনভূঞা শাখার ব্যবস্থাপক আবদুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। তরুণ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং গ্রাহক সেবার মানোন্নয়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলোনীয়া মডেল মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, সিলোনীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সদস্য মোঃ ফখরুল ইসলাম মামুন এবং সিলোনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু তালেব।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলোনীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাস্টার আবদুল মোত্তালেব, সিলোনীয়া উম্মুল মুমেনীন আয়েশা (রা) মহিলা আলিম মাদরাসার শিক্ষিকা সালমা আক্তার, ছাত্র প্রতিনিধি সাইফ আবদুল্লাহ সামি এবং মুসলিম এইড বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ