
এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাটে মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে জেলা বিএনপি নেতা বাগেরহাট-৩ মোরেলগঞ্জ-শরণখোল ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম-এর সভাপতিত্বে এ উপলেক্ষে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান আতাউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, আব্বাস মুন্সী, মৎস্যজীবি দলের সভাপতি মো. লাভলু মুন্সী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত ২ যুগ ধরে মোরেলগঞ্জ-শরণখোলায় দলীয় নেতাকর্মীদের সুখ-দু:খে তাদের পাশে থেকে দলীয় কর্মকান্ডে মাঠে ছিলাম। কর্মীদের ছেড়ে যাইনি। যে কারনে তৃনমূল কর্মীরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য বদ্ধভাবে মাঠে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।
দলের মধ্যে নতুন সদস্য সংগ্রহে মাদকের সাথে যারা সম্পৃক্ত, চাঁদাবাজ, দখলদার যারা সাধারণ মানুষকে অশান্ত করে সেসব লোক যাতে সদস্য না হতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। ##