ভৈরবে দি প্রিমিয়ার ব্যাংক পিলএলসি’র ২৬তম পূর্তি উদযাপন

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

 

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান দি প্রিমিয়ার ব্যাংক পিলএলসি’র ২৬তম পূর্তি উদযাপিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ভৈরব বাজার কালীবাড়ি রোডের গুলপট্টিতে দি প্রিমিয়ার ব্যাংক পিলএলসি ভৈরব শাখা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ২৬তম পুর্তি উদযাপন করে ব্যাংক কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, ব্যাংক এর বিল্ডিং মালিক দুলাল চন্দ্র সাহা, দি প্রিমিয়ার ব্যাংক পিলএলসি ভৈরব শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাউসার আল- মামুন, এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুস ছামাদ, এসিস্ট্রেন্ড ভাইস প্রেসিডেন্ট ফারজানা ববী, এক্সিকিউটিভ অফিসার মোছা. তানিয়া বেগম, অফিসার ফাহমিদা আলম, অফিসার মো. তানভীর হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. জাভেদ খান, অফিসার মো. আতিকুর রহমান, অফিসার সেগুপ্তা ও জুনিয়র অফিসার মোছা. ফাহমিদা আক্তার সহ গ্রাহকবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ