কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ১ কিশোর নিখোঁজ

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিমাংশে প্রবাহিত পুরনো ব্রহ্মপুত্র নদে মাছ ধরা অবস্থায় ১ কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের নাম মো. ওয়াসিম মিয়া (১৬)। তিনি ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের মো. উসমান মিয়ার পুত্র।

জানা গেছে, বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরার জন্য ৫ কিশোরের একটি দল বের হয়। তাদের আশায় ছিল নদী সাঁতরে অপর পারে গিয়ে মাছ ধরা। পানিতে প্রবেশ করার পর কিছুদূর সাঁতরে যাওয়ার পর ওয়াসিম ডুবে যেতে শুরু করে।

এ অবস্থায় তাকে বাঁচানোর জন্য বাকি ৩ কিশোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরে তাদেরও পানিতে ডুবে যেতে দেখা যায়। নদীতে উপস্থিত জেলেরা তাদের এই পরিস্থিতি লক্ষ্য করে ৩ কিশোরকে উদ্ধার করলেও ওয়াসিমকে পাওয়া যায়নি।

অবশ্য উদ্ধারকৃত কিশোররা হলেন, একই গ্রামের মো. আতিকুল মিয়ার পুত্র মো. ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার পুত্র মো. আরিফুল (১৭), মো. রুস্তম মিয়ার পুত্র মো. সিয়াম মিয়া (২১) এবং আলম মিয়ার পুত্র মো. আদনান মিয়া (১৬)।

স্থানীয়দের মতে, ৫ কিশোর বের হলেও প্রকৃতপক্ষে ১ কিশোর পানিতে নামেননি। আহত ৩ কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ভৈরব ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে যুক্তিযুক্ত অনুসন্ধান পরিচালনা করলেও ওয়াসিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।

উদ্ধার অভিযান সম্পর্কে ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল আক্রমণাত্মকভাবে কাজ করেছে, কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে অভিযান বন্ধ করতে হয়েছে। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হতে পারে।

নিখোঁজ ওয়াসিমের মা-বাবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওয়াসিমের এক মামা আবুল কালাম বলেছেন, ওয়াসিম ৫ কিশোরের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিল। অন্যান্য সঙ্গীরা বাড়ি ফিরে এলেও ওয়াসিম ফিরে না আসায় তার মা-বাবা ও আত্মীয়-স্বজন খুবই দুঃখিত। এটি তাদের মনে গভীর দুঃখের সৃষ্টি করেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ