ফেনী সীমান্তে পূজার নিরাপত্তায় বিজিবির ৫ প্লাটুন

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সীমান্ত এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে, মহানবমীর দিন বুধবার, ০১ অক্টোবর ২০২৫, বিকেলে ছাগলনাইয়া উপজেলার একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+।
​উৎসবমুখর পরিবেশে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়ায় অবস্থিত রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজামণ্ডপের সভাপতি, সম্পাদকসহ সেখানে আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
​ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১০২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় এ বছর মোট ১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বেইজ ক্যাম্পসহ বিজিবির মোট ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মণ্ডপ পরিদর্শন শেষে লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করছেন।
​তিনি ফেনী জেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে এই ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ