
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত না হয়ে চট্টগ্রাম বিভাগেই থাকার দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ফেনীবাসী’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে আয়োজিত এই সমাবেশ থেকে সরকারের সিদ্ধান্ত প্রতিহত করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক দিক থেকে ফেনীর নিজস্ব বিভাগ হওয়ার সক্ষমতা রয়েছে। যদি স্বতন্ত্র বিভাগ করা না হয়, তবে ফেনী জেলা চট্টগ্রাম বিভাগের সঙ্গেই থাকতে চায়। কোনো অবস্থাতেই কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন। তারা আরও বলেন, সাধারণ মানুষের এই দাবি উপেক্ষা করে যদি ফেনীকে কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ফেনীর সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
‘আমরা ফেনীবাসী’ সংগঠনের সভাপতি ইয়াকুব নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হকের সঞ্চালনায় এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন এবং ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম।
এছাড়াও সমাবেশে আরও বক্তব্য দেন ‘আমরা ফেনীবাসী’র সাবেক সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য মাঈন পাটোয়ারী, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, জিটিভির জেলা প্রতিনিধি জসিম ফরায়েজী, ফেনীর প্রত্যয়ের রিপোর্টার তানজিদ শুভ, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি এবং ছাত্র সমন্বয়ক মোহাইমিম তাজিম, ওমর ফারুক শুভ ও স্বেচ্ছাসেবক রুবেল তারেক ও নিসআ সভাপতি জিয়া উদ্দিন।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ ‘আমরা ফেনীবাসী’র বিপুলসংখ্যক সদস্য ও ফেনীর সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।