
নিজস্ব সংবাদদাতা:
ফেনীর দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক পরিচিতি সভার মধ্য দিয়ে তৃণমূল স্তরের নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। উপজেলার জায়লস্কর ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে সিলোনিয়া কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। জায়লস্কর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক জিয়া উদ্দিন সোহাগের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেন সাইফুলের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। তবে সভা চলাকালে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: নাসির উদ্দিন অভিযোগ করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।
বক্তব্যে মো: নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, তাকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। তিনি বলেন, “আকবর হোসেনের সাথে রাজনীতি করার কারণে” এবং তাকে বর্ধিত সভার বিষয়ে অবহিত না করার মাধ্যমে একপাশে রাখা হয়েছে। তার এই অভিযোগ উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।
তবে মো: নাসির উদ্দিনের অভিযোগ শেষ হওয়ার পরপরই সভার প্রধান অতিথি ও দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু তা ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি পাল্টা জবাবে বলেন, “তাকে কল দিলে পাওয়া যায়না আর কে কার সাথে রাজনীতি করে এগুলা বিবেচনা করে কাউকে অবমূল্যায়নের সুযোগ নেই।” তার এই বক্তব্যের মাধ্যমে তিনি দলীয় শৃঙ্খলার বিষয়টি সামনে আনেন এবং ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে সংগঠনকে স্থান দেওয়ার ইঙ্গিত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুনছুর ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব এবং যুবদল নেতা মোস্তাফিজুর রহমান পলাশ।
সভায় অন্য বক্তারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মীর পাশাপাশি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।