
ফেনী প্রতিবেদক।
‘ভালোর সঙ্গে, আলোর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সাংবাদিক এম শরীফ ভূঞাকে সভাপতি এবং খাজা মাঈন উদ্দিন (রাকিব)-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রয়াত প্রধান শিক্ষক ফারুক ভূঞা (সেলিম)-এর স্মৃতিকে অম্লান রাখতে এবং সংগঠন কর্তৃক পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে একটি সাধারণ সভার মাধ্যমে আলোচনার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন চূড়ান্ত করা হয়, যা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আতিক বাদল, ব্যবসায়ী মো: মুন্না, ব্যবসায়ী বেলায়েত হোসেন সোহেল এবং প্রভাষক রহমত উল্যাহ শাহজালাল সাকিব। অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাষক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাস্টার আবদুল্লাহ নয়ন এবং নারী উন্নয়ন সম্পাদক হিসেবে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সাথীকে মনোনীত করা হয়েছে।
কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রিদওয়ান ইসলাম সজীব ভূঞা। এছাড়াও সমাজ কল্যাণ সম্পাদক পদে আবদুল আউয়াল এবং প্রচার সম্পাদক পদে আবদুল আজিজ সায়েম দায়িত্ব পেয়েছেন। কার্য নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আবিদুর রহমান স্বজন, জান্নাতুল কাওসার কলি এবং মেহেদী হাসান ভূঞা।
উল্লেখ্য, এফবিএম ফাউন্ডেশন নামে পরিচিত এই সংগঠনটি ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ মরহুম প্রধান শিক্ষক ফারুক ভূঞা (সেলিম)-এর স্মৃতিকে ধরে রেখে স্বাস্থ্য, শিক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। দায়িত্ব গ্রহণের পর নতুন নেতৃবৃন্দ ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম ও আগামীর পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।