
ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদী’ প্রচারণার বিরুদ্ধে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে থোয়াই চিং মং চাক বলেন, বিদেশী এনজিও ও ভারতীয় স্বার্থে ঢাবি ক্যাম্পাসে ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ কায়েমের ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে বেশ কয়েকজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর সাথে যুক্ত। তাদের প্রার্থিতা বাতিল করে ছাত্রত্ব খারিজ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংগঠনটি আরও জানায়, বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ বাঙালি জনগোষ্ঠী। বাকিরা চাক, মারমা, চাকমা প্রভৃতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলেও সবাই বাংলাদেশী। অথচ বিদেশী প্রেসক্রিপশনে ‘আদিবাসী’ শব্দ চালিয়ে দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রবিরোধী।
ঢাবি প্রশাসনের নীরবতায় হতাশা প্রকাশ করে সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ হুঁশিয়ারি দেয়— রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সার্বভৌমত্ব বিপন্ন হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।