ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

 

শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর বিশেষ অভিযানে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর তিনানী বাজারস্থ তানবীরুল উম্মাহ মাদরাসার গেইটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় শেরপুর জেলার বাসিন্দা মো. মাফাজ উদ্দিন (৩৩) ও মো. আরফান রেজা (২০) কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৭শ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ