
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, আসরের নামাজের পর দাগনভুঁইয়া পৌর শহরে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে আয়োজিত এক গণসংযোগ ও পথসভায় তিনি নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি এবং বৈষম্যমুক্ত আধুনিক আসন গড়ার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ পরবর্তী পথসভায় দেওয়া বক্তব্যে মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ফেনী-৩ আসন সন্ত্রাস, চাঁদাবাজি, জলাবদ্ধতা, যানজট, মাদক, দুর্নীতি ও বৈষম্যমুক্ত আধুনিক অবকাঠামো তৈরি করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়ন, পানি, গ্যাস, বিদ্যুৎ, উন্নত সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।”
এ সময় তিনি সামাজিক উন্নয়ন ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন। প্রিন্সিপাল মিল্লাত আরও বলেন, “মানসম্মত শিক্ষা ও সহজলভ্য চিকিৎসা সবার জন্য উম্মুক্ত করা হবে। মদ, জুয়া, ঘুষ, কিশোর গ্যাং, টেন্ডারবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবো।” তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা, ভেঙ্গে যাওয়া রাস্তা পুনঃনির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
জনসাধারণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত বলেন, “আমি ফেনী-৩ আসনবাসীর আমৃত্যু জনসেবায় নিবেদিত থাকবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।”
উক্ত গণসংযোগ ও পথসভায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুল হাই, ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম, খেলাফত মজলিস দাগনভুঁইয়া উপজেলা সহসভাপতি মাওলানা সা’দ উদ্দিন ও জহিরুল ইসলাম পাভেল এবং সেক্রেটারি মাওলানা নুরুল আবসার।