মোটরসাইকেল ও স্বর্ণালংকারসহ পেশাদার চোর আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর সোনাগাজীতে এক ব্যক্তির বাড়ি থেকে মোটরসাইকেল ও স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া একটি হোন্ডা হরনেট মোটরসাইকেল এবং একজোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।

​রবিবার (৩১ আগস্ট, ২০২৫) রাতে সোনাগাজী মডেল থানার একটি দল অভিযান চালিয়ে পশ্চিম চর চান্দিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে, গত বুধবার (২৭ আগস্ট, ২০২৫) রাতে উপজেলার উত্তর চরচান্দিয়া নতুন সওদাগর হাট সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

​সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, ঘটনার দিন রাতে আব্দুল কুদ্দুসের বিল্ডিংয়ের সিঁড়ি ঘরের দরজা দিয়ে চোরেরা কৌশলে ভেতরে প্রবেশ করে। ঘটনার পর বাড়ির মালিক আব্দুল কুদ্দুস থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল, দশ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ মোট বাইশ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।

​অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তসলিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির ঘটনায় শুধুমাত্র একটি ১৬০ সিসি হোন্ডা হরনেট মোটরসাইকেল এবং একজোড়া স্বর্ণের কানের দুল খোয়া গেছে। পরবর্তী সময়ে মামলার বাদী আব্দুল কুদ্দুসও বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তারেক রহমান পশ্চিম চর চান্দিয়া গ্রামের কোরবান আলী মিয়ার পুত্র এবং তিনি একজন পেশাদার চোর। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকেই চুরি হওয়া মোটরসাইকেল ও স্বর্ণের দুল উদ্ধার করা হয়।

​আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ