সোনাগাজীতে পুলিশের অভিযান: গরু চোর ও ছাত্রলীগ নেতাসহ আটক ৪

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে একজন চিহ্নিত গরু চোর, একজন মাদক ব্যবসায়ী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর দুইজন নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ তারিখ রাতে থানার সদর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভীসহ মোট দুইটি গরু উদ্ধার করে পুলিশ।

​সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চর সোনাপুর গ্রাম থেকে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি একজন গরু চোর এবং তার বাবার নাম আব্দুল ওহাব। সাইফুলের বাড়ির গোয়াল ঘর তল্লাশি করে গত ২২ আগস্ট সাহাপুর গ্রাম থেকে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভীসহ মোট দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়।

​একই রাতে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে সোনাপুর ফুলতলী এলাকা থেকে মোজাম্মেল হক ওরফে মাইনউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ছাবের আহম্মেদের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

​এছাড়া, ছাড়াইতকান্দি গ্রাম থেকে ওমর ফারুক নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আবুল বাশারের পুত্র এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক পদে ছিলেন। অভিযানে আটক হওয়া অপরজন হলেন দীন মোহাম্মদ রাজু। তিনি পার্শ্ববর্তী দাগনভুঁইয়া থানার দক্ষিণ সেকান্দরপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে এবং একই সংগঠনের সাথে যুক্ত বলে জানা গেছে।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ