অবকাঠামো সংকটে কেন্দুয়ার গগডা উচ্চ বিদ্যালয়

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গগডা উচ্চ বিদ্যালয় অবকাঠামোগত সংকটে পড়েছে। বিদ্যালয়ের একটিমাত্র পুরোনো ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে শত শত শিক্ষার্থী। কোথাও দেয়ালে ফাটল, কোথাও আবার ছাদ চুঁইয়ে পানি পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই চরম দুর্ভোগে পড়ছেন।
শ্রেণিকক্ষের স্বল্পতার কারণে একই কক্ষে একাধিক ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া নেই আধুনিক বিজ্ঞানাগার কিংবা কম্পিউটার ল্যাব। ফলে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের মাঠ থাকলেও তা অপরিকল্পিত ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নেই পর্যাপ্ত খেলার সুযোগ-সুবিধা। তাছাড়া সুপেয় পানি ও স্বাস্থ্যকর শৌচাগারের অভাব শিক্ষার্থীদের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার।”
অভিভাবক ও এলাকাবাসীরও একই দাবি। তারা মনে করেন, নতুন বহুতল ভবন, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও মানসম্পন্ন পরিবেশে পড়াশোনা করতে পারবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গগডা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন শুধু একটি বিদ্যালয়ের উন্নয়ন নয়, বরং পুরো এলাকার শিক্ষার মানোন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। তাই শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সুদৃষ্টি কামনা করছি।

উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও এমপিও ভুক্ত হয় ১৯৮৪ সালে। বর্তমানে শিক্ষক ১১ জন, কর্মচারী ৬জন ও শিক্ষার্থী রয়েছে ৪’জন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৮৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে একটি (এ প্লাস) সহ মোট ২২ জন পাস করে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ