ফেনী পৌরসভায় কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের মধ্যে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করার লক্ষ্যে এক বিশেষ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ফেনী পৌরসভার উদ্যোগে মঙ্গলবার, ২৬ আগস্ট, সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় পৌর এলাকার প্রায় ৫০০ বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব গোলাম মোহাম্মদ বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক্তার কে.পি. সাহা, পৌরসভার কয়েকজন সুপারভাইজার এবং সামাজিক সংগঠন ‘এলিমেন্ট লাভার্স’-এর সমন্বয়ক সায়মন ফারাবি উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানিয়েছেন।

​পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে জলাতঙ্কমুক্ত রাখতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামাজিক সংগঠনের অংশগ্রহণে এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রাণিকল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ