
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে নুরপুর মালঞ্চি এলাকার আবুল কালামের ছেলে আকাশ(২৪) ও একই এলাকার নুপুর চকপাড়ার মৃত তৌহিদের ছেলে সোহেল রানা(৩৫) কে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৫(৫) ধারায় আকাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপর পরিদর্শক আবুল কালাম আজাদ আরো জানান, একই অপরাধে অভিযুক্ত সাজা মালঞ্চি গ্রামের মৃত আমিরের ছেলে রুবেল(৩০), বেগুনিয়া গ্রামের মৃত নিরঞ্জনের ছেলে শ্যামল কুমার সিং(৪০) এবং সাজা মালঞ্চি গ্রামের মোতালেব হোসেনের ছেলে সবুজ(২৩)
প্রত্যেকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিন করে বিনাশ্রম করার জন্য প্রদান করেন (এনডিসি) নাটোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।