চান্দিনার বিল্লাল বাজার নবাবপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১আগস্ট শনিবার বিকেলে উপজেলার হাজী বিল্লাল বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।

৫ আগস্টের পরও বিএনপি’র উপর নির্যাতন থেমে নেই। একদিকে আওয়ামীলীগের অত্যাচার আবার এলডিপি’র দেওয়া ১৮টি মামলার মোকাবেলা করতে হয়েছে।চান্দিনায় বিএনপি করা একটি দূরূহ বিষয় ছিল। আমার পিতা মরহুম খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরায় অনেক মামলার শিকার হন।

যারা বিএনপি’র পরিবারকে নিয়ে কুৎসা রটাচ্ছে তাদেরকে সতর্ক করে বলেন এখন আর জোট বলতে কিছু নেই। এসব বলে ধুম্রজাল সৃষ্টি করবেন না। ধানের শীষ নিয়ে আমি নির্বাচনের মাঠে আছি শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে লড়ে যাবেন বলে জানান দেন।

এসময় দোল্লাই নবাবপুর ইউনিয়ন সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ,উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের,দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন সরকার,উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফ খান,সদস্য সচিব কাইয়ুম খান,গল্লাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি,সাবেক কমিশনার শাহজাহান,শহিদুল ইসলাম,মাওলানা আবদুস সাত্তার।

সমাবেশে ইউনিয়ন যুবদলের সহসভাপতি মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুবুল আলম দোলন,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল সিকদার,সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,যুবদলের দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মোক্তার হোসেন,শাহজালাল,নবাবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোখলেছুর রহমান,বরকরই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিম রেজা,যুবদল নেতা জুনাইদ সুমন, ছাত্রদলনেতা ফরহাদ, সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ