ফেনীতে স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে মাঠে নেমেছে পরিদর্শন টিম

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীতে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং লাইসেন্স নবায়নের যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম। বুধবার, ২০ আগস্ট ২০২৫ তারিখে ফেনী সদরের ভাইটাল রিসার্চ-২ এবং প্যাসিফিক ডায়াগনস্টিক সেন্টারে এই পরিদর্শন পরিচালিত হয়। ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম গ্রহণ করা হয়।

​ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন টিম সকাল থেকে প্রতিষ্ঠান দুটিতে সরেজমিনে উপস্থিত হয়। টিমে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন এবং মেডিকেল অফিসার ডা. আমির খসরু। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জনাব মাইন উদ্দিন টিমের সঙ্গে ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত গাইডলাইন অনুসারে অপেক্ষমান তালিকায় থাকা এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর সার্বিক পরিস্থিতি যাচাই করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।

​পরিদর্শনকালে টিম প্রতিষ্ঠান দুটির প্রয়োজনীয় কাগজপত্র যেমন— হালনাগাদ ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র এবং পূর্ববর্তী লাইসেন্সের অনুলিপি যাচাই করে। পাশাপাশি, ভৌত অবকাঠামোগত সুবিধাগুলো, যার মধ্যে রয়েছে অভ্যর্থনা কক্ষ, রোগীদের নমুনা সংগ্রহের জন্য নির্ধারিত কক্ষ, এক্স-রে রুম, ল্যাবরেটরি এবং শৌচাগার, সরেজমিনে খতিয়ে দেখা হয়।

​এছাড়া, প্রতিষ্ঠান দুটি সরকার নির্ধারিত মূল্যে পরীক্ষা-নিরীক্ষা করছে কিনা তা নিশ্চিত করতে মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা, তা যাচাই করা হয়। ল্যাবের পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় কাগজপত্র, কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মীদের বিবরণও পর্যালোচনা করা হয়। একইসাথে, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ল্যাবে ব্যবহৃত রিএজেন্টের গুণগত মান, যন্ত্রপাতির কার্যকারিতা এবং জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরিদর্শন টিম।

​পরিদর্শন শেষে উভয় প্রতিষ্ঠানেই বিভিন্ন ক্ষেত্রে কিছু অনিয়ম টিমের নজরে আসে। এই অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। একইসঙ্গে, নির্ধারিত সময়ের মধ্যে সকল ত্রুটি সংশোধন করে তার সচিত্র প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

​জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেনীর সর্বস্তরের জনগণ যেন সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে সিভিল সার্জনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ