
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
“ফেনীর কথা, দেশের কথা” স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনীর প্রান্তর’ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় ফেনীর ডি রয়েল স্যালমন রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়, যেখানে গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনীর প্রান্তরের নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিচার রাইটিং অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লা। তিনি তার বক্তব্যে বলেন, “একটি মিডিয়া কেবল সংবাদ প্রচার করে না, এটি সমাজের উন্নয়ন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। ফেনীর প্রান্তর তার প্রথম বছরে যে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় দিয়েছে, তা ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর একে এম সামছুদ্দিন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুইয়া) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক, ফেনীর প্রান্তরের উপদেষ্টা আকবর হোসেন তারেক, সময়ের জানালা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন আদর এবং সাবেক ছাত্রনেতা শাহীনুর হোসাইন। বক্তারা উল্লেখ করেন, স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ফেনীর প্রান্তর অল্প সময়েই পাঠক মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আরও বলেন, পোর্টালটি নিয়মিত সংবাদের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করে ফেনীর প্রতিটি অঞ্চলের মানুষের কথা তুলে ধরছে।
পোর্টালটির প্রধান সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসাইন বিন আহমেদ দেশের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তিনি একটি ভার্চুয়াল বার্তার মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথি এবং ফেনীর প্রান্তরের সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক ইঞ্জিনিয়ার এম.এ.এইচ আতিক এবং বিশেষ প্রতিনিধি উম্মে হানি তৃষা। এতে ফেনী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্ব শেষে কেক কেটে অনলাইন নিউজ পোর্টালটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।