রাঙ্গামাটি পার্বত্য জেলায় হিল সার্ভিস সংগঠন এর বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা।। 

অদ্য ১৩/০৮/২৫ খ্রি. রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী, ট্যুরিজম, উদ্যোক্তা, যুব সংগঠন ‘হিল সার্ভিস’ এর ৬ষ্ঠ বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

‘হিল সার্ভিস’ সংগঠন এর সভাপতি মিনারা বেগম সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন এর পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান।

এছাড়াও সভায় জেলা প্রশাসন কর্মকর্তা , জেলা পুলিশ, জেলা পরিষদ, প্রেসক্লাব ও হিল সার্ভিস এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।

সভায় ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশের বিবিধ কার্যক্রম ছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলার ট্যুরিজম সেক্টরের অপার সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা সহ নানাবিধ দিক তুলে ধরেন।

আলোচনা সভায় অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং পরবর্তীতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি জোনের সদস্যগণও আয়োজিত এ সভায় উপস্থিত ছিল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ