সাপাহারে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

মনিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, সাপাহার,নওগাঁ :

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশ পরবর্তী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ আগস্ট) বিকেল তিনটায় তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে সকল শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রকাশ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ফলাফল প্রকাশের পর প্রতি শ্রেণীতে তিনজন করে সর্বমোট ১৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী শেষে প্রতিষ্ঠানের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসরিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী শিক্ষক তারেক আজিজ।

অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোকসেদুল হক, আব্দুর রাজ্জাক প্রমূখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান বলেন “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্পৃহা বাড়ানোর লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। পরবর্তী সময়ে এই ধারা অব্যহত থাকবে।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ