
সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম).
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ শাহিন আলম নামের ১ জন গাঁজা কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. শাহিন আলম (২৬) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বজরেরখামার গ্রামের মো. সাজেদুলের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিনের বসতবাড়ী পুলিশ অভিযান চালায়। এসময় তার বসতবাড়ীর শাহিনের শোয়ার ঘরের ছাদের উপর থেকে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।