
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লার চান্দিনায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৬১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, চান্দিনা উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির ভূইয়া, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মোহনপুর মাদ্রাসার সুপার মো. আফাজউদ্দিন, করতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ দেব প্রমুখ।