
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত বিষয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভাটি হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ, নেত্রকোণা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খায়রুল কবির নিয়োগী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জাকির হোসেন সুলতান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকৃর রহমান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, রুকন উদ্দিন, উপজেলা এনসিপির সমন্বয়ক নাদিহ ইসলাম সহ প্রমূখ।
এসময় সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া, সার্কেল) গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মো. আল-আমীন সরকার, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম সহ বিভিন্ন সরকারি দফতর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।