ফেনীতে ১০ বছরের শিশুর: প্রায় ৭ মাসে হাফেজ

মুহাম্মদ মোশাররফ হোসাইন, সংবাদদাতা:

মাত্র ১০ বছর বয়সে এবং মাত্র সাত মাসের ব্যবধানে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ (হিফজ) করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আহনাফ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা শামীম মাস্টারের ছেলে আহনাফ তার এই অসাধারণ সাফল্যের মাধ্যমে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীর এই কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।

​ফেনী জেলার ঐতিহ্যবাহী মহিপাল দারুল ইসলাম হিফজুল কুরআন মাদ্রাসার নিয়মিত ছাত্র আহনাফ। মাদ্রাসা সূত্রে জানা যায়, এত অল্প বয়সে এবং স্বল্প সময়ে ৩০ পারা কোরআন মাজীদ আত্মস্থ করা একটি বিরল ঘটনা। অদম্য মেধা, কঠোর অধ্যবসায় এবং ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগই তাকে এই সাফল্য এনে দিয়েছে।

​মাদ্রাসার শিক্ষকবৃন্দ জানান, আহনাফ কেবল মেধাবীই নয়, অত্যন্ত ভদ্র ও মনোযোগী ছাত্র। পাঠ্যক্রমের নির্ধারিত সময়ের বাইরেও সে নিজের ইচ্ছায় নিয়মিত ‘মুরাজা‘আ’ বা পাঠ পুনরাবৃত্তি করত। শিক্ষকমণ্ডলী ও পরিবারের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণ ও যত্ন তার এই দ্রুততম সময়ে কোরআন সমাপ্ত করার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

​ছেলের এমন অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন আহনাফের বাবা শামীম মাস্টার। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমরা কখনও কল্পনাও করতে পারিনি যে, আহনাফ এত অল্প সময়ের মধ্যে হাফেজ হতে পারবে। আল্লাহ যেন তার জীবনকে দ্বীনের খেদমতে কবুল করেন, এটাই আমাদের একমাত্র প্রার্থনা।”

​এদিকে, ১০ বছর বয়সী আহনাফের এই অর্জনে তার পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী এবং নিজকুঞ্জরা গ্রামের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা তাকে ভবিষ্যতে একজন আদর্শ আলেম ও কোরআনের খাদেম হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। সকলেই দোয়া করেছেন যেন মহান আল্লাহ তাকে পবিত্র কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ