থার্টিফার্স্ট নাইটের আগে ফেনীতে বিপুল বিদেশি মদ ও গাঁজা জব্দ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি।

আসন্ন থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ফেনীতে গড়ে তোলা মাদকের একটি বড় মজুদ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা শহরের পেট্রোবাংলা এলাকার একটি কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম বিল্লাল মিজি প্রকাশ বেলাল (২৪)।

​মাদক লুকিয়ে রাখার স্থান ও কৌশল ছিল অত্যন্ত অভিনব। পুলিশ জানায়, ইংরেজি নববর্ষ বা থার্টিফার্স্ট নাইটকে সামনে রেখে স্থানীয় যুব সমাজের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছিল। শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ফেনী মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পেট্রোবাংলা এলাকার খোদেজা হাজারী কলোনিতে অভিযান চালায়। সেখানে ১ নম্বর ওয়ার্ডের ওই ভাড়া বাসা থেকে বিল্লাল মিজিকে আটক করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিল্লাল পুলিশকে জানান, তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিজের শোবার ঘরের খাটের নিচে এবং পানি সরবরাহের লাইনের ‘গেট ভালভ’ ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় এসব মাদক লুকিয়ে রেখেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন আকারের ও বিদেশি ব্র্যান্ডের ৯০ বোতল মদ এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

​অভিযানে নেতৃত্ব দেন ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ। অভিযানে অংশ নেন এসআই মো. মোতাহের হোসেন, এসআই আলমগীর হোসেন ও এসআই আব্দুর রহমান গাজীসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​আটক বিল্লাল মিজি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উত্তর চর বকসী গ্রামের সোহাগ মিজি ও শান্তি বেগমের ছেলে। তিনি বর্তমানে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খোদেজা হাজারী কলোনির দাউদপুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, আসন্ন উৎসবে মাদকের চাহিদা বাড়ার সুযোগে তিনি এই মজুদ গড়ে তুলেছিলেন।

​পুলিশ আরও জানায়, এই মাদক চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ