
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে পুলিশ, তবে নির্বাচন প্রক্রিয়ায় পুলিশের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ বিকেলে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলার ১৬ লাখ মানুষের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য উল্লেখ করে পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি স্পষ্ট করেন যে, অতীতের ন্যায় নির্বাচন ব্যবস্থার সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা থাকবে না এবং মানুষ যাতে পুলিশের ওপর পুনরায় আস্থা ফিরে পায়, সে লক্ষ্যে বাহিনীর ভেতর থেকেই শৃঙ্খলা ও সততা জোরদার করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। উভয় পক্ষই দেশের কল্যাণে কাজ করে। সমাজ থেকে অপরাধ নির্মূলে এবং সঠিক তথ্য উদঘাটনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ সুপার বলেন, ফেনীতে মাদক, অপরাধ এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধার করা হবে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনিবন্ধিত সিএনজি ও থ্রি-হুইলার চলাচল বন্ধে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পরিবহন খাতে জোরপূর্বক অর্থ আদায়, দস্যুতা এবং অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
পুলিশি সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে বিট পুলিশিং ব্যবস্থাকে কার্যকর করা হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভোগান্তিতে না পড়েন, সেদিকে কঠোর নজরদারি থাকবে। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স প্রসঙ্গে তিনি নিশ্চয়তা দেন যে, প্রযুক্তিগত ও প্রক্রিয়াগতভাবে এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে, ফলে কোনো অপরাধীর পক্ষে ইতিবাচক প্রতিবেদন পাওয়ার সুযোগ থাকবে না।
সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান সমস্যা, যানজট, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন মামলার নিষ্পত্তি এবং থানা পর্যায়ে সেবার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন। তিনি ভবিষ্যতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার সমন্বয় আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসুম এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা। সাংবাদিকদের মধ্যে ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, এখন টিভির প্রতিবেদক সোলায়মান ডালিম, ইত্তেফাক প্রতিনিধি হাবীব মিয়াজী, বাংলা প্রেস মিডিয়ার মোহাম্মদ আবু দারদা সহ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।