বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আয়োজনে কুরআন খতম ও দোয়া মাহফিল

জুয়েল হৃদয়, শরণখোলা 

 

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শরণখোলায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান। এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক রবিউল ইসলাম জানান, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন—এই কামনাতেই আমরা কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।”

কুরআন তেলাওয়াত শেষে দেশনেত্রীর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ